৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টার দিকে ঘটেছে এই ভূমিকম্প। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাজিকিস্তান ও চীনের সীমান্তের কাছে ভূপৃষ্ঠের ১৫৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার। এপিসেন্টার ও কাছাকাছি অঞ্চলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১।

এনএসএমসি-এর তথ্য অনুসারে, স্থানীয় সময় রাত ২টায় ভূমিকম্পের কম্পণ শুরু হওয়ার পর ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, সোয়াত, শাংলা, বুনেরসহ বিভিন্ন শহরের লোকজন তাৎক্ষণিকভাবে বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়েয়েছিলেন। ভূমিকম্পে এখন পর্যন্ত দেশের কোনো জায়গা থেকে নিহত-আহত কিংবা ক্ষয়ক্ষতির সংবাদ আসেনি বলেও উল্লেখ করা হয়েচে এনএসএমসি-এর বিবৃতিতে।

এর আগে পাকিস্তানের সর্বশেষ ভূমিকম্পটি হয়েছিল ২০২৫ সালে অর্থাৎ গত বছর ২১ অক্টোবর। ৫ দশমিক ৩ মাত্রার সেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইসলামবাদ, খাইবার পাখতুন খোয়া এবং আজাদ জম্মু-কাশ্মির।

এই ভূমিকম্পের মাত্র ৪ দিন আগে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল দেশটিতে। সেই ভূমিকম্পের এপিনেস্টার ছিল খাইবার পাখতুনখোয়া রাজ্য।

সূত্র : জিও টিভি

Check Also

নারী কনস্টেবলকে ৮ বছর ধরে গণধর্ষণ ৩ পুলিশ সহকর্মীর

রাজস্থানের চুরু জেলায় এক নারী পুলিশ কনস্টেবলকে গত আট বছর ধরে গণধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *