মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’

আগে আওয়ামী লীগ করতাম, মুজিব কোট আমার ঘরে আছে, আয়রন করে তুলে রেখেছি। কাল যদি আওয়ামী লীগ আসে, তাহলে আবার আওয়ামী লীগে যাব। কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই। ভোট তো এক জায়গায় দিতে হবে, ঘরে বসে থাকলে চলবে না। তাই এবার ধানের শীষে ভোট দেব।’

এভাবে প্রকাশ্যে মাইকে নিজের রাজনৈতিক অবস্থান জানিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ কর্মী কাজী আতিয়ার রহমান রবি।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিয়ার বলেন, ‘অনেকে বলে আপনি তো আওয়ামী লীগ করতেন তাহলে এখন বিএনপিতে কেন আসলেন? তাহলে উত্তর হচ্ছে, আমি ময়রার মাঠে মুশা মিয়ার হাত ধরে আওয়ামী লীগে যোগদান করি। এখনতো আওয়ামী লীগের কেউ নাই।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সহকৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান বলেন, ওপেন মঞ্চে এ কথা বলা তার উচিত হয়নি। তার পরেও তিনি কেন এমনটি করল বুঝলাম না। কাজী আতিউর রহমান রবি রুপাপাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তবে সামান্য ভোটে তিনি পরাজিত হয়েছেন। আমরা তার এমন বক্তব্যে বিব্রত হয়েছি।

Check Also

নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ আবারও পরিবর্তন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *