খুলনার শিরোমনির সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) বেলা দেড়টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে যায়। আগুন নির্বাপণে খানজাহান আলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সিআইডি ভবনের চতুর্থ তলায় অবস্থিত রাসায়নিক পরীক্ষকের কক্ষে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। এসময় একটি এসি বিস্ফোরণের ঘটনাও ঘটে।
তিনি আরো জানান, সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Bekar Barta