ডাকযোগে হুমকি, দুই জামায়াত নেতার কাছে চাঁদা দাবি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ডাকযোগে চিঠি পাঠিয়ে জামায়াতের দুই নেতাকে রাজনীতি ছাড়ার হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নেতারা পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন।

পুলিশ জানায়, গত শনিবার সমুদয়কাঠী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহমান ডাকযোগে একটি রেজিস্ট্রিকৃত চিঠি পান। তাতে তাকে জামায়াতের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চিঠির খামে প্রেরকের নাম দেওয়া হয় ‘মো. কবির মিয়া’ এবং ঠিকানা হিসেবে উল্লেখ করা হয় কামারকাঠী গ্রাম।

এর আগে গত বুধবার একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলামও অনুরূপ একটি চিঠি পান। সেখানেও তাকে রাজনীতি ছাড়তে বলা হয়। ওই খামে প্রেরক হিসেবে স্বরূপকাঠি পৌরসভার বাসিন্দা মো. জাহিদ সিকদারের নাম লেখা ছিল।

জামায়াতে ইসলামী স্বরূপকাঠি পৌর শাখার আমির মাওলানা মো. জহিরুল ইসলাম বলেন, আমাদের দুই নেতা ডাকযোগে হুমকি ও চাঁদা দাবির শিকার হয়েছেন। চিঠিতে থাকা নাম, ঠিকানা ও নম্বরসহ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। চিঠিতে দেওয়া মোবাইল নম্বরগুলো ট্র্যাক করে দেখা গেছে, এগুলো চট্টগ্রামের। এ বিষয়ে তদন্ত চলছে

Check Also

আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের

অভিযোগ নেই এমন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *