প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অনাস্থা আনছে ইন্ডিয়া জোট!

ভোট জালিয়াতির অভিযোগ আনার পর মুখোমুখি অবস্থানে রয়েছে ভারতের নির্বাচন কমিশন ও দেশটির লোকসভার প্রধান বিরোধী দল কংগ্রেস। ভোট চুরির অভিযোগ আনায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রোববার আলটিমেটাম দেয় নির্বাচন কমিশন। এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট বা অনাস্থা প্রস্তাব আনার কথা ভাবছে বিরোধী শিবির ইন্ডিয়া জোট।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসেন ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা। সেখানে নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী পক্ষ। এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধীকে হয় হলফনামা পেশ করার অথবা জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ভারতের নির্বাচন কমিশনের সদস্যরা। দিল্লিতে যৌথ সাংবাদিক বৈঠক করে দেশের তিনজন নির্বাচন কমিশনার একযোগে অভিযোগ জানান, রাহুল যা করেছেন, তা ‘সংবিধানের অবমাননা’ ছাড়া কিছুই নয়।

জ্ঞানেশ কুমার বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দেশের ভোটারদের নিশানা করতে নির্বাচন কমিশনকে একটি লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নির্বাচন কমিশনের এ বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানায় কংগ্রেস। তাদের দাবি, কমিশনার জ্ঞানেশ কুমার যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণভাবে রাজনৈতিক। আর এই ধরনের মন্তব্য একজন সাংবিধানিক পদে বসে থাকা ব্যক্তির মুখে মানায় না।

এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লাখ ভোটারের নাম প্রকাশ করল নির্বাচন কমিশন। বিশেষ ও নিবিড় সংশোধনে (এসআইআর) বাদ পড়েছে তাদের নাম। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে কেউ দেখতে পারবেন সেই তালিকা। ১৪ আগস্ট দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিলেন, বাদ পড়া ভোটারদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে।