রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমে দৃশ্যমান কোনো অগ্রগতি ছাড়াই নির্বাচন তারিখ ঘোষণা করায় প্রধান উপদেষ্টার ওপর সন্দেহ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে দলের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, “জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের […]
রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমে দৃশ্যমান কোনো অগ্রগতি ছাড়াই নির্বাচন তারিখ ঘোষণা করায় প্রধান উপদেষ্টার ওপর সন্দেহ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে দলের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, “জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের ঘোষণা গ্রহণযোগ্য নয়। এতে প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “দেশের ছাত্রজনতা এখনো রাজপথ ছাড়েনি। প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন শুরু হবে।” প্রধান অতিথির বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে রাষ্ট্র সংস্কারই প্রথম শর্ত।
একইসঙ্গে তিনি পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতেই নির্বাচন আয়োজনের দাবি জানান। তার দাবি অনুযায়ী, এই পদ্ধতিই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করবে।
সমাবেশ শেষে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের ঘোষণা প্রত্যাহারের দাবি জানান