তালগাছ প্রেমিক চিত্তরঞ্জন, একাই লাগিয়েছেন ৩ লাখ গাছ

তিন বছর বয়সে হারিয়েছেন মাকে আর ২০ বছর বয়সে মারা গেছেন বাবাও। অভাবী কৃষক পরিবারের ছেলে চিত্তরঞ্জনের লেখাপড়া বেশিদূর এগোয়নি। বাবার শেখানো ও আমেরিকার এক বিজ্ঞানির বক্তব্য শুনে তালবীজ রোপণ শুরু করেন। মৃত্যুর আগে তার বাবা চিত্তরঞ্জনকে শিখিয়েছিলেন ‘বজ্রনিরোধক’ তালবীজ…