ঋণের পাহাড়চাপ, অর্থ সংকটে নিজের কন্যাকে বিক্রি করতে চান মা

শরীয়তপুরের জান্নাতুল ফেরদৌস নামের এক মা চরম আর্থিক সংকটে পড়েছেন। অভাব-অনটন, ঋণের পাহাড়চাপ এবং দেনাদারদের লাগাতার হুমকি পুরো পরিবারকে দিশেহারা করে তুলেছে। পরিস্থিতি এতটা কঠিন যে তিনি এক মেয়েকে বিক্রি করার মর্মান্তিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। পরিবারের তথ্য অনুযায়ী, স্বামী…